দাভোলকর
© সুনীতি দেবনাথ
সারাটা জীবনকে বাজি রেখে
মাটির পিদিম জ্বেলে জ্বেলে —
ঘরে ঘরে জমে থাকা শতাব্দী প্রাচীন
গাঢ় অন্ধকার আর মনে মনে
জমাট কঠিন কৃষ্ণ প্রস্তর
স্তুপ স্তুপ জটিল কুটিল
আত্মক্ষয়ী ভীষণ আচার বিচার,
হঠাতে হঠাতে হঠাৎ একদিন
ঘাতকের গুলিতে, বেদরদী গুলিতে,
মরে লুটিয়ে পড়েন রুধিরের স্রোতে—
আমার এই অভাগা স্বদেশের মাটিতে
স্বদেহের রক্তের আবহে
লুটিয়ে পড়েন তিনি তিমিরবিদারী,
যোদ্ধা দাভোলকর।
কাজরী,
১৫ সেপ্টেম্বর, ২০১৩
0 comments: