লেখা-লেখি

অর্ধেক নয় চাই পূর্ণ আকাশ

৯:১৪:০০ PM 0 Comments

এক অদ্ভুত সংগ্রাম নিরন্তর অন্দরে 
অন্তরে দৃশ্যমান জগতের সবখানেই
আমিও সে সংগ্রামের শরিক একজন।
আমার সংগ্রামের হাতিয়ার একমাত্র আমার কলম,
আমার প্রিয় কলম। আমার সংগ্রাম
আমার অস্তিত্ব আর অধিকার
প্রতিষ্ঠার সংগ্রাম - নিরবধি কালের সংগ্রাম।
নারীকে অর্ধেক আকাশের অধিকার দেবার কথা শোনা যায়,
শুনে হাসি পায়- নারীর অধিকার আর পূর্ণতা কি আধাআধি ভাগ করা?
পূর্ণতার মানচিত্রে কখনো কি ঠাঁই নেই তার?
অথচ কলম হাতে নিলে মনে হয় নারী বা পুরুষ
এমন কোন চেতনা নয়, পূর্ণতার প্রত্যাশী এক প্রাণ শুধু।

আমার সমগ্র চেতনা বলে আমি পূর্ণ হব,
পূর্ণ হব মানব জাতির এক পূর্ণ অংশীদার রূপে।
চৈতন্যের প্রথম প্রভাতে মনে হয়েছিল আমার সংগ্রাম তো ব্যাপ্ত যুগ যুগান্তরে-
সম্পূর্ণ এক মানবী হবার কামনা আমার,
অর্ধেক আকাশ কি পূর্ণতাকে ধরে?
যখন আমার কলমটাকে,
এই সংগ্রামের হাতিয়ারটাকে
শক্ত করে আঙ্গুলে চেপে ধরি
সমগ্র সত্ত্বাকে আমার
কাগজের বুকে অক্ষরের নিয়ন্ত্রিত পরিভাষায় সুস্পষ্ট করে প্রকাশ করতে চাই,
সে মুহূর্তে মনে হয়
আমি তো নারী মাত্র নই
অথবা মদমত্ত কোনো পুরুষও নই।

আমি তাহলে কে? আমি তাহলে কী?
নানা সব প্রশ্নের জটিল ধারাপাাতে অনুভব করি
আমার পরিচয় হতে পারত একজন সম্পূর্ণ মানব অথবা মানবী,
যে আখ্যাই হোক না কেন দেওয়া
শ্রেণী বা খণ্ডতার ঊর্ধ্বে আমার পরিচয় হতে পারত পূর্ণতার মানদণ্ডে।
সমগ্র চেতনার যে ফসল আমি উজাড় করে দিতে চাই,
সে ফসলের জন্য
অর্ধেক আকাশ বড় ছোট পরিসর।

অর্ধেক আকাশ - তাহলে কি সূর্যও খণ্ডিত?
খণ্ডিত চাঁদ খণ্ডিত গ্রহ নক্ষত্র আর বিশ্বজোড়া যা কিছু সবই খণ্ডিত?
এ পৃথ্বীর এ বিশ্বের সমগ্র অণু পরমাণুর সংসার -
তার অর্ধেকের অধিকার নিয়ে আমি পূর্ণ হব কবে?
পুরুষ ও নারী সব কিছুর অর্ধেকের অধিকারী।
অর্ধেক আকাশ নিয়ে
মানব প্রজাতির দুটি ধারা
কোনও দিন কি পেতে পারে পূর্ণতার স্বাদ?
মনে তো হয় না।
খণ্ড মাঝে মনে হয় পূর্ণতা অধরা থেকে যায়।

তার চেয়ে ভাল মনে হয়
আমাদের সমগ্র সত্ত্বাকে নিয়ে
এক অভূতপূর্ব অনবদ্য প্রার্থনায় অমল হয়ে উঠি,
এই পৃথিবী এই আকাশ মানুষেরগড়া রাষ্ট্র ও সমাজ
জন্মলগ্ন থেকে লৌকিক অলৌকিক যত সব বিষয় আশয়
আমাদের ধরে আছে ঘিরে আছে,
আমাদের সত্ত্বাকে ছেয়ে আছে -
আমাদের পৃথক দেহ আত্মা মননকে বিদ্ধ করে আছে,
সেসব কিছু মিলে তো পূর্ণতার একক সৃষ্টি হয়,
সে এককের বহির্ভূত হবার ক্ষমতা আছে কি কারও?
তাহলে সমগ্র চেতনা নিয়ে
অস্তিত্ব নিয়ে প্রত্যেকেই আমরা পূর্ণ হয়ে উঠি।
অনুভবের ভাঁজে ভাঁজে ইচ্ছাকে ধ্বনিত প্রতিধ্বনিত করে
আমরা সবাই পূর্ণ হতে চাই,
পূর্ণতার বিশাল ব্যাপ্তির প্রান্তরে সততই লীন হতে চাই।
খণ্ডিত আকাশে নয়, অর্ধেক আকাশেও নয়,
এক সুসম্পূর্ণ সুসমঞ্জস আকাশে সম্পূর্ণ অস্তিত্ব নিয়ে
প্রত্যেকই আমরা মানবসত্ত্বার অপূর্ব বৈভবে বেঁচে যেতে চাই।
----------------------------------------------------------------

© সুনীতি দেবনাথ
2013 / অনার্য পত্রিকা, কবিতা উপত্যকায় পূর্ব প্রকাশিত।
(Photograph by my favourite photographer Jayanta Das, West Bengal, India)

SUNITI Debnath

আমি সুনীতি দেবনাথ, অবসরপ্রাপ্ত সরকারি শিক্ষিকা। কবিতা, প্রবন্ধ ও ছোটগল্প লিখি। কবিতা আমার প্রিয়ভূমি, শৈশব থেকেই হেঁটে চলেছি...

0 comments: