লেখা-লেখি

একটি অনন্য সাক্ষাৎকার

২:৫০:০০ PM 0 Comments















© সুনীতি দেবনাথ

সেই ধোঁয়াটে বৃস্টির ঝিরঝির
সেদিন তিনি আসবেন কথা ছিল ।

তাঁর আসার জন্য আকাশ কান্নায় সাজালো রাতটাকে
অন্ধকার গাঢ়তম শ্রদ্ধায় আরও মেশামেশি করে
কালো আস্তরে সাজালো নিজেকে ।
সেই তিনি আসবেন কথা ছিল
সেই বিরাট মানুষটির আসার কথা ছিল
ভয়াবহ রণক্ষেত্রে ভাঙ্গলেন জেলের প্রাচীর
আজীবন কারাবাসের স্মৃতি পেরিয়ে
তিনি আসবেন কথা ছিল ।
নির্বাসনে থাকা সেই যোদ্ধা নির্বাসিতা এক নারীকে
কথা দিয়েছিলেন একদিন অবশ্যই আসবেন ।

সেই নারী অনুপমা কেমন কঠিন তাঁর বুক
কেমন সরবে নীরব তিনি –তিনি আসবেন জেনেও
মহান এক কাজের ডাকে ছুটে গেলেন অন্যদিকে ।
অথচ দু’জন নরনারী একদিন দেখা হবেই জানতেন,
তাঁদের ঘিরেছিল এক অপার দূরত্ব দু’প্রান্তে
ঘোরতর এক দূরত্ব যা পারাপার কঠিন।

আমি নিস্পন্দ এ কেমন প্রতীক্ষা হতবাক আমি
এ কেমন প্রেম ? মোক্ষম ক্ষণ এলো
একজন যখন বোমা গ্রেনেডের তোয়াক্কা না করে
ছুটে আসছে অন্যজন পালিয়ে যায় ?
এ কেমন প্রতীক্ষা ?

দেখলাম দীর্ঘ সবল পুরুষ রেনকোট ঢাকা
দৃপ্ত পদক্ষেপে আসছেন এক পলক শুধু
একটিবার অল্প কিছুক্ষণ প্রিয়তমাকে দেখে নিতে !
তাঁর চোখের আগুন এখন নরম বুকের ঝড় নিঃস্তব্ধ
শুধু এক শীতল আবহ আকুল আর্তির মতো
বৃস্টির পেলবতার মতো তাঁকে জড়িয়ে ।
চোখের দিকে তাকালাম তাঁর-স্থির আলোর এক
প্রদীপ্ত মশাল শীতল, ঠোঁটে ঝুলছে
কৌতুকী একটুকরো হাসি রামধনুর মত ।
জানালাম তিনি আসতে রাত হবে, এক কাপ কফি ?

সেদিন মণি সিং সামান্য থেমে বললেন
না ।তোমার সঙ্গে কথা বলি ।
জানি ও আসবেনা ,বুকের অভিমানের
পাহাড়টা ডিঙোতে পারবেনা ।
কিছু বলার ছিল ওকে জানিয়ে দিও –
মাথা নাড়লাম ।তিনি বলে গেলেন –
মনটাকে একাগ্রতার চূড়ায় নিয়ে
প্রতিটি শব্দ প্রতিটি পংক্তি গেঁথে নিলাম স্মূতিতে ।
সার কথা শেষ কথা যত যুদ্ধই হোক্
নারীর জন্য চিরকাল পুরুষের প্রেম জেগে থাকে ।
হোকনা যোদ্ধা মানব মুক্তির লড়াকু সৈনিক
অন্তরে আছে তার নরম প্রেম নারীর জন্য
সেও মার্কসের মতো মনে মনে প্রেমের কবিতা লেখে
প্রিয়তমার জন্য ।

মণিসিং সেদিন একবারের জন্য ভুল বলেছিলেন ।
তিনি সেই জনারণ্যেরএকাকী নারী
বৃস্টি যখন ঘোরতর আরো রাত গভীরতার যাত্রী
সেই অদ্ভুত ক্ষণে বৃস্টিতে স্নান করে
বহুকালের কান্নাস্নাত নারীটি ঠিকএলেন-
পালাতে চাইলাম আমি দু’জনকে একটিবার
দু’জনের মুখোমুখি দাঁড়াতে চোখে চোখ রেখে-
আমার ডান হাতে নরম ছোঁয়া বা হাতে পুরুষালি কঠিন হাত ।
বললেন মণি সিং যাবার প্রয়োজন নেই ।
তুমি থাকো সাক্ষী থাকো আমি কথা রেখেছি !
প্রিয়াকে বললেন-অণিমা অনেক দিয়েছো আরো দিতেহবে-
দেশের মুক্তির জন্য যারা লড়ছে ওদের দেখো ।
কথা দিলাম মুক্ত দেশের মুক্ত মাটিতে আবার দেখা হবে ।

পরবর্তী কাহিনী সব অজানা ইতিহাস-
বাংলাদেশ মুক্ত হলো সে মুক্ত মাটিতে
কোন অপরূপ সাক্ষাৎকার অজানা সব ।

অণিমা দিদি আমার ফিরে এলেন একদিন-
তিনি আগেকখনো কপালে সিঁদুর টিপ পরেননি
পরব  সেদিন যেদিন প্রতীক্ষার অবসান হবে
বলতেন তিনি,এর বেশী একটি শব্দও নয় ।
এলেন তিনি কপালে সূর্যের মত লাল টিপ নিয়ে
পরনে লাল পেড়ে ঢাকাই শাড়ি বাংলার চিরন্তনী নারী
মুখে উজ্জ্বল আলো রৌদ্রতপ্ত মধ্যাহ্ন দীপ্তির ।


কাজরী ,
২৩ অক্টোবর, ২O১৪
............................................................................
আবৃত্তি শুনুন বদরুল আহসান খানের কন্ঠে --- একটি অনন্য সাক্ষাৎকার 

SUNITI Debnath

আমি সুনীতি দেবনাথ, অবসরপ্রাপ্ত সরকারি শিক্ষিকা। কবিতা, প্রবন্ধ ও ছোটগল্প লিখি। কবিতা আমার প্রিয়ভূমি, শৈশব থেকেই হেঁটে চলেছি...

0 comments: