লেখা-লেখি

ভ্রমণ

১:০৩:০০ PM 0 Comments





























 © সুনীতি দেবনাথ


 পূর্বাশার স্খলিত আলোর সুমিত প্রসাধনে
সেজেছিল সে, সেই নারী আলোকসম্ভবা।
 অন্ধকারের গর্ভ চিরে জেগেছিল উদ্ভ্রান্ত সময়ে 
সেই নারী আশার বীজ রোপণ করেছে বারেবার 
তোমার আমার সবার অঙ্গনে বহুকাল ধরে!

মাঝেমাঝে ভাবি কে সেই নারী এক ধারাস্রোত
যে সৃষ্টি করেছে প্রবাহিত করেছে আদিম ঊষায়?
 বহু অস্তাচলের বিষণ্ণ পথে সে হেঁটেছে আবার
উদয়াচলে নতুন স্বপ্নের প্রদীপ্ত কিরণে
সৃষ্টির আরক্তিম উল্লাস নিয়ে হেসেছে খেলেছে নেচেছে।

 সেই নারী সৃষ্টির ধারিকা পালিকা শক্তি অবিনাশী!
 মনে হয় তারই অংশীভূতা বিশ্বের সকল নারী
আমিও ক্ষুদ্র কণা তার অস্তিত্বের এই উদয়াস্তে।
কী অপার বিস্ময় অস্তাচলের অনির্বায্য পথে চলা,
পৃথিবীর পথে শেষ চিহ্ন শেষ পদরেখা এঁকে চলে যাওয়া!



 ভেলোর, ৮ এপ্রিল, ২০১৬

SUNITI Debnath

আমি সুনীতি দেবনাথ, অবসরপ্রাপ্ত সরকারি শিক্ষিকা। কবিতা, প্রবন্ধ ও ছোটগল্প লিখি। কবিতা আমার প্রিয়ভূমি, শৈশব থেকেই হেঁটে চলেছি...

0 comments: