লেখা-লেখি

জ্বর

৫:১৩:০০ PM 0 Comments





© সুনীতি দেবনাথ

তোমাকে হারিয়েছি বলে নিত্য পাশে পাই
তোমার সবুজ স্পর্শ বলে দেয় বাবা ছাড়া
অন্য কেউ হতেই পারো না
আকাশের এ প্রান্ত ও প্রান্ত জুড়ে
একজনই পারে ভালোবাসার শীতলপাটি
বিছিয়ে খুকু আয় বলে নরম গলায় ডাকতে
মনে পড়ে শৈশবে জ্বর হয়েছিল
পুড়ছিল শরীর আত্মা
কপালে রেখে ঠাণ্ডা হাত মৃদু হেসেছিলে
কোথায় পালালো জ্বর এমন তো হয় না এখন
আজকাল প্রায়ই জ্বর আসে তুমি আসোনা
জ্বরও পালায় না
বড় একা মনে হয় আদিগন্ত প্রান্তরে প্রান্তরে
একান্ত ভ্রমণ একাকী চলন
আরেক বারটি কি  ফেরা যায় না
আরেক বার কি জ্বরের তাড়সে
শীতল হাত কি কপালে বুলোনো যায় না
জানি যা  হারিয়ে যায় হারিয়েই যায়
অসীম অনন্ত জুড়ে একবারই জ্বর আসে
একটি খুকুর জ্বর বাবার ঠাণ্ডা হাতের স্পর্শে চলে যায়

কাজরী,
২৬ জুলাই, ২০১৭

SUNITI Debnath

আমি সুনীতি দেবনাথ, অবসরপ্রাপ্ত সরকারি শিক্ষিকা। কবিতা, প্রবন্ধ ও ছোটগল্প লিখি। কবিতা আমার প্রিয়ভূমি, শৈশব থেকেই হেঁটে চলেছি...

0 comments: