জাগরণ
জাগরন
সুনীতি দেবনাথ
আমাকে ঘিরে নাচছিলো ওরা নাচছিলো
স্বচ্ছ জলের ধারা নাচানাচি করছিলো
অবগাহনে সব ক্লান্তি বুঝি উড়ে চলে যায়
আমি ডুব দিলাম এক দুই তিন বার বার
সাত বার ডুব দিলাম সপ্ত সিন্ধুর জলে
সকল মহাদেশ থেকে ওরা এলো হাতে হাত
আকাশ ভাঙ্গা এক কোরাস উত্থিত হলো
আমার সমগ্র সত্তা বেজে উঠলো ঝনঝন
সেইসব গায়ক পাখিরাও এলো কাতারে
বহু সকাল ওরা গায়নি কোন গান নীরবে
শুধু উড়ে গেছে পুচ্ছ দুলিয়ে মনমরা হয়ে
এখন ওদের কণ্ঠে বেটোভেন মোৎজার্ট
আকাশ আকাশ হয়ে আমাকে জড়ালো
প্রভাতী সূর্যের বিস্মিত আলো থমকে দাঁড়ায়
বৃক্ষ লতা পুনর্বার আন্দোলিত হতেই লাগলো
বহুযুগের ঘুম ভেঙ্গে জেগে উঠছি জাগতেই হবে
কাজরী,
২১ জুন, ২০১৭
0 comments: