লেখা-লেখি

জাগরণ

৮:৫৯:০০ PM 0 Comments
























জাগরন

সুনীতি দেবনাথ


আমাকে ঘিরে নাচছিলো ওরা নাচছিলো  
স্বচ্ছ জলের ধারা নাচানাচি করছিলো
অবগাহনে সব ক্লান্তি বুঝি উড়ে চলে যায়
আমি ডুব দিলাম এক দুই তিন বার বার

সাত বার ডুব দিলাম সপ্ত সিন্ধুর জলে
সকল মহাদেশ থেকে ওরা এলো হাতে হাত
আকাশ ভাঙ্গা এক কোরাস উত্থিত হলো
আমার সমগ্র সত্তা বেজে উঠলো ঝনঝন

সেইসব গায়ক পাখিরাও এলো কাতারে
বহু সকাল ওরা গায়নি কোন গান নীরবে
শুধু উড়ে গেছে পুচ্ছ দুলিয়ে মনমরা হয়ে 
এখন ওদের কণ্ঠে বেটোভেন মোৎজার্ট

আকাশ আকাশ হয়ে আমাকে জড়ালো
প্রভাতী সূর্যের বিস্মিত আলো থমকে দাঁড়ায় 
বৃক্ষ লতা পুনর্বার আন্দোলিত হতেই  লাগলো
বহুযুগের ঘুম ভেঙ্গে জেগে উঠছি জাগতেই হবে 

কাজরী,
২১ জুন, ২০১৭
SUNITI Debnath

SUNITI Debnath

আমি সুনীতি দেবনাথ, অবসরপ্রাপ্ত সরকারি শিক্ষিকা। কবিতা, প্রবন্ধ ও ছোটগল্প লিখি। কবিতা আমার প্রিয়ভূমি, শৈশব থেকেই হেঁটে চলেছি...

0 comments: