লেখা-লেখি

৪:০০:০০ AM 0 Comments

পাহাড়ে এলোমেলো অরণ্য ছায়ে
আলোছায়ার আলপনায় একেলা ঝোরা তুমি
রোদনে ভেসে যাও
তোমার দুপায়ে বাজে অনন্তের ঘুঙুর ঝুমঝুম
সারাটি দুনিয়া কান পেতে থাকে রাতদিন দিনরাত
অশ্রুতপূর্ব সে ধ্বনি শোনার প্রত্যাশায়
হলুদ হলুদ পাখিরা গান থামিয়ে
একতানমনা সে ধ্বনি শোনার আশায়
যেখানে ঝাঁপ দাও তুমি পাথর শয্যায়
ফেনিল আক্রোশে ছড়িয়ে পড়ো
দুপুর রোদে আকণ্ঠ তৃষ্ণায় চিত্রল হরিণ
জলপান করতে এসে ব্যাঘ্রের থাবায় শুয়ে পড়ে
তার উষ্ণ রক্তস্রোতে রক্তিম তুমি
উদাসী বিবশ ভেসে যাও নিরুদ্দেশে
রক্তের উত্তরীয় শরীরে জড়িয়ে আশ্লেষে
মানুষের সংসারে আজ এমনি রক্ত স্বাদ
খাদ্যখাদক সম্পর্ক ঔদাসীন্যে গিলে ফেলে 
রক্ত বইছে তোমার সাধের ঘরে জ্বলছে আগুন
ঝলসানো শরীরের ক্ষুধা তবু দাউদাউ
বিকৃত মুখে রক্তের স্বাদ নোনতা একদম

SUNITI Debnath

আমি সুনীতি দেবনাথ, অবসরপ্রাপ্ত সরকারি শিক্ষিকা। কবিতা, প্রবন্ধ ও ছোটগল্প লিখি। কবিতা আমার প্রিয়ভূমি, শৈশব থেকেই হেঁটে চলেছি...

0 comments: