লেখা-লেখি

ষষ্ঠপদীর ঝঙ্কার —বিশ

২:২৭:০০ PM 0 Comments








কোবালাম বীচ
----------------------------
© সুনীতি দেবনাথ


নীল নয় কালচে জলের ক্রুদ্ধ উচ্ছ্বাস
অন্তরাত্মা কাঁপিয়ে আছড়ে পড়ে শুধু,
ঢেউয়ের মাথায় স্তবকে স্তবকে সফেদ ফেনা
রাতদিন আক্রোশে ফোঁসে সমুদ্র এখানে।
দামি রিসর্টে সমুদ্রপ্রেমীদের ভীড় কলগুঞ্জন
সবুজে রোদে মাখামাখি ঝলমলে কোবালাম বীচ। 

SUNITI Debnath

আমি সুনীতি দেবনাথ, অবসরপ্রাপ্ত সরকারি শিক্ষিকা। কবিতা, প্রবন্ধ ও ছোটগল্প লিখি। কবিতা আমার প্রিয়ভূমি, শৈশব থেকেই হেঁটে চলেছি...

0 comments: