লেখা-লেখি

ষষ্ঠপদীর ঝঙ্কার —নয়

৪:৩২:০০ PM 0 Comments









 এই দাবদাহে

© সুনীতি দেবনাথ

অরণ্য তুমি তোমার সবুজ আঁচল দোলাও,
স্নিগ্ধ করো তাপিত প্রাণ এই প্রচণ্ড দাবদাহে।
হে আদিত্য পুরুষ, তোমার রুদ্র রোষ সংবর
প্রাণের হিল্লোলে তোমাকে ঘিরে আবর্তিত ধরাকে
দাও জীবনের নিরাপত্তা নরম প্রাণের স্পর্শ,
কুলকুল নদীজল বয়ে যাও প্রাণের উচ্ছ্বাসে।

SUNITI Debnath

আমি সুনীতি দেবনাথ, অবসরপ্রাপ্ত সরকারি শিক্ষিকা। কবিতা, প্রবন্ধ ও ছোটগল্প লিখি। কবিতা আমার প্রিয়ভূমি, শৈশব থেকেই হেঁটে চলেছি...

0 comments: