লেখা-লেখি

কান্নাকে বলবো

১:২৮:০০ PM 0 Comments












   







    © সুনীতি দেবনাথ
           

কান্নাকে বলবো আগুন হয়ে যা
কান্নাকে বলবো  পাথর হয়ে যা —
জল পাথরের নষ্ট খেলা দেখেছি
জাটিঙ্গার বুকে চলন্ত ট্রেনে বসে
দেখেছি আগুন খেলা পাখির মরণে।
দেখেছি বুনো ফুলের বুকে দংশন ক্ষত,
স্বপ্ন সব নষ্ট যুবকের মন থেকে ঝরে যায়
নষ্ট যুবতী আরো নষ্ট নাগরিক জীবনে
নষ্টতর উদোম আকাশের পানে  চোখ।
এ কেমন সংকট স্বাধীনতাকে দেখছি
খণ্ড খণ্ড হয়ে অরণ্যের অতলে তলাতে
নাগরিক অধিকারগুলি ক্ষীণ থেকে ক্ষীণতর
এখন আকাশ কোথায় আকাশে  হারালো
এখন সেই স্বপ্নযাত্রা ভুলে গিয়ে দুরন্তযুবক
পঙ্কিল আবর্তে ডুবে হাবুডুবু খায়,
তবে সত্যিই কি প্রলয়ের সময় আসন্ন
নেচে উঠবে নট ভৈরব উন্মত্ত ছন্দে?
বেজে উঠবে ইস্রাফিলের শিঙা?

আমি পেছনে হেঁটে কতদূর যাবো,
কতটুকু পথ পার হলে সেই বোধিবৃক্ষের
সুশীতল ছায়ায় ছায়ায় উষ্ণতার স্পর্শ পাবো?
 প্রাণের মায়াবী নরম উষ্ণতা!
হঠাৎ প্রবল মাতনে শতাব্দীর
সুপ্রাচীন বৃৃক্ষ কেঁপে ওঠে, জীবনের বৃক্ষ,
 হেমলক পাত্র হাতে কে তুমি রমণী
প্রাণের সুগন্ধি রস কেড়ে নিতে চাও?
জেনে রাখো যতদিন মৃত্তিকা হবে গর্ভবতী,
যতদিন মিঠেল বাতাসে শ্বাস নেয়া যাবে,
আর নদী  দিয়ে যাবে জল তৃষ্ণার্ত কণ্ঠে,
 ততদিন প্রতিটি জনপদে অনঙ্গ বীণা
জীবনে ছন্দিত সুরে অন্য কথামালা রচে যাবে,
আর হেমন্তের হিমেল প্রান্তরে ধানকাটা সারা হলে
মানব মানবী
অন্য এক জীবনের  নৃত্যে মেতে যাবে।


কাজরী,
৭ মার্চ, ২০১৫

SUNITI Debnath

আমি সুনীতি দেবনাথ, অবসরপ্রাপ্ত সরকারি শিক্ষিকা। কবিতা, প্রবন্ধ ও ছোটগল্প লিখি। কবিতা আমার প্রিয়ভূমি, শৈশব থেকেই হেঁটে চলেছি...

0 comments: